ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা।
রোববার (০৭ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৬০টির মতো রকেট ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এ সব রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন ও মারুন আল রাস এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ কেবল বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে নয়, আরও তিনটি ঘাঁটিতে হামলার দাবি করেছে। এ তিনটি ঘাঁটি হলো আল -বাগদাদি, নিমরা ও মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি।
ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছে।