উলিপুরে প্রত্যন্ত অঞ্চলে গড়া জুতার কারখানায় সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা দম্পতি
উলিপুরে প্রত্যন্ত অঞ্চলে গড়া জুতার কারখানায় সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা দম্পতি
কুড়িগ্রামের উলিপুরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জুতার কারখানা করে সফলতা মুখ দেখেছেন উদ্যোক্তা সোলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা নামের এক দম্পতি। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এলাকার শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জুতা এখন উপজেলা, জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকার নামিদামি জুতার শো-রুমে। অন্যের কারখানায় উদ্যোক্তা হিসবে চাকুরী করা সোলায়মান এখন কারখানার মালিক। স্ত্রীর অনুপ্রেরণায় এক বছর আগে করা এ কারখানায় তৈরি হচ্ছে বাহারি মডেলের জুতা।
সোলাইমান হোসেন ঢাকায় ২৪ বছর চাকুরীর মধ্যে লেদার এক্স নামের এক ফ্যাক্টরিতে ৭ বছর চাকুরী করেন। বাকি সময় বেসরকারি প্রতিষ্ঠানে কন্সাল্টেশন হিসাবে এবং নতুন উদ্যোক্তা ও মেশিনারি হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এক পর্যায় স্বামী স্ত্রী দুজনে মিলে পরিকল্পনা করেন জুতার কারখানা গড়ে তোলার।
দেখুন>> ৫আগস্ট জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দীনের ভাষণ
স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের জমানো অর্থ দিয়ে কিনেন জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি। স্ত্রী রেগুনা বেগম বলেন, স্বামীর সাপর্ট পেয়ে আজ আমার এ অর্জন।