কাউনিয়ায় ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কাউনিয়ায় ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
গাজায় যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান ও ড্রোন হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
দেখুন>>তাহিরপুরের বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন
শনিবার দুপুরে কাউনিয়ার আরাজি হরিশ্বর গ্রামে প্রতিষ্ঠিত মাদরাসাতুল ইসলাহ আল আরাবিয়ার উদ্যোগে মৌলভীবাজার মাদরাসা ক্যাম্পাস থেকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালর্স স্কুলে মোড়ে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ার সহকারি পরিচালক সাইদুর রহমান সাইদ, প্রধান শিক্ষক শায়েখ জিয়াদ হাসান, সহকারি শিক্ষক মিজানুর রহমান। আরও উপস্তিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মাসউদুর রহমান, সহকারী শিক্ষক মাঈদুল ইসলাম, জসিম উদ্দিন, আজাদ, আবু সুফিয়ান, আল-আমিন, রবিউল ইসলাম, আলিফনুর, জুয়েল প্রমূখ।
বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধ এবং মুক্ত প্যালেস্টাইন মার্চ ফর গাজা ঘোষণা করেন।