কাউনিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শিক্ষক সমাবেশ ও কমিটি গঠন
কাউনিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ২৯ অক্টোবর দুপুরে রংপুরে আগমন ও উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে শনিবার দুপুরে শিক্ষক সমাবেশ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোক্তা বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট রংপুর বিভাগীয় সদস্য সচিব মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা কমিটির আহবায়ক মোস্তফা হারুন আর ইয়াতিফুল হাসান, যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান, লিটন, মহানগর শাখার আহবায়ক মোঃ রাজা, সদস্য সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সদস্য সচিব মাওলানা হোসেন সৈয়দ সরোওয়ারদী,বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক নুরুন্নবী চাদ, প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাতেন, শিক্ষক আতিকুর রহমান প্রমূখ।
সমাবেশ শেষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কাউনিয়া শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কাউনিয়া শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী চাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহাগিলী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আতিকুল ইসলাম।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ সহ সকল শহীদ, প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।