কাউনিয়া কূর্শা ইউনিয়ন বিএনপির নবগঠিত
আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কাউনিয়া কূর্শা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কাউনিয়া কূর্শা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯অক্টোবর শনিবার রাতে ধর্মেশ্বর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এই পরিচিতি সভায় কূর্শা ইউনিয়ন বিএনপির আহবায়ক খাজা আলাউদ্দিন সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা উপস্থিত ছিলেন। কূর্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেড মোজাহারুল আলম বাবলু।
এছাড়াও সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর প্রমুখো বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়কগণ, বিএনপি নেতা কর্মী, ছাত্র দল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতীদল, জিয়া পরিষদ, জিয়া মঞ্চসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।