কুড়িগ্রামের ভাঙ্গা টিনের ঘরে জীবনযাপন করছেন বৃদ্ধ দম্পতি: ৬৬ বছর বয়সে পাননি বয়স্ক ভাতা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কষ্টের সঙ্গে ভাঙ্গা টিনের ঘরে জীবনযাপন করছেন আব্দুল শেখ নামের এক বৃদ্ধ দম্পতি। নিঃসন্তান হওয়ায় ঘর তো হচ্ছে না চিকিৎসার খরচ বহনেও হিমশিম খাচ্ছেন।
উপজেলার হাসনাবাদ ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের বাসিন্দা হতদরিদ্র দিনমজুর আব্দুল শেখ, প্যারালাইসিস হওয়ায় পারে না কোনো কাজকর্ম করতে, আইডিকার্ড অনুযায়ী তার বয়স ৬৬ হলেও পায়নি বয়স্কভাতা এতে কষ্ট নিত্যসঙ্গী হয়েছে ঐ দম্পতির।
এলাকার সচেতন মহলের দাবি আব্দুল শেখের একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।