ঢাকায় পুলিশ কর্তৃক বেসরকারি শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত
ঢাকায় পুলিশ কর্তৃক বেসরকারি শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বে-সরকারি সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ২৭ ফেব্রুয়ারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
পড়ুন>> নাগেশ্বরীতে বিদ্যুতের আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসত বাড়ি
ঢাকা প্রেসক্লাবে বে-সরকারী শিক্ষা জাতীয়করণ আন্দোলন এ আন্দলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও হামলাকারী পুলিশের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে উপজেলা গেটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতির আহবায়ক জাহিদুল ইসলাম খান, সদস্য সচিব ওমর ফারুক, গাগলা উচ্চ বিদ্যালয় শিক্ষক খায়রুল ইসলাম প্রমুখ।