তারেক রহমানের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
তারেক রহমানের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের নামে করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নামে করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদ্য বিলুপ্ত ঘোষিত জেলা বিএনপি ও দলটির সহযোগি ও অঙ্গসংগঠনগুলো।
বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিলুপ্ত ঘোষিত জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সারা শহর ঘুরে জেলা প্রশাসক চত্ত্বরে সমাবেশ করে। কর্মসূচীতে জেলা সদর ও উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
এক পর্যায়ে গোটা জেলা শহর মিছিলের নগরীতে পরিনত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকতসহ অনেকে।
বক্তারা বলেন, দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং খালেদা জিয়াকে মুক্তি না দিলে কুড়িগ্রাম থেকে আন্দোলনের ডাক দিয়ে সারাদেশে বিক্ষোভ করা হবে। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।
না হলে বিএনপি বসে থাকবেনা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ৭১ এ দেশ স্বাধীন হয়েছে। ২৪ এসে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। প্রয়োজনে আমরাও আবু সাঈদ হবো।
তবু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারেক রহমানের নামে সকল রাজনৈতিক মামলা ও অন্যায় সাজা বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, দ্রুত মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আনার ব্যবস্থা না করা হলে কুড়িগ্রামের সমাবেশ থেকে সারাদেশের বিএনপির নেতাকর্মীদের জানাতে চাই। আপনারা সবাই আন্দোলনে নামুন।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেন সাইফুর রহমান রাননাসহ বিএনপির নেতারা।