তাহিরপুরে আবারো ভারতীয় মদ জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় চোরাই পথে আসা ২৮৪টি ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবি। জব্দ কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদের আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা।
সোমবার(১০ মার্চ)ভোর রাতে উপজেলার যাদুকাটা নদী থেকে মদের বোতল গুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি গোপন সংবাদের ভিত্তি অভিযান চালায় এসময় চোরাকারবারিরা যাদুকাটা নদী থেকে ২৮৪ বোতল ভারতীয় মদ রেখে পালিয়ে যায়।