তাহিরপুরে মদসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে, মাদক সম্রাট মনসাদ মিয়া (৩৫) কে আটক করেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা চালিয়ে আসা এই মাদক সম্রাটকে অবশেষে দুলভপুর জনতা আটক করে।
পরে, জনতার হাতে আটক হওয়া মনসাদ মিয়াকে স্থানীয় পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়।মাদক ব্যবসা দমনে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করা হচ্ছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আরও অনেক মাদক ব্যবসায়ী আইনের আওতায় আসবে।
ভিডিও