তাহিরপুরে লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত পুরান লাউড়েরগড় (বালুচর) গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদের বোতল সহ রমজান আলী(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
আজ শনিবার রাত পনে ৯ টায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম পুরান লাউড় (বালুচর) থেকে তাকে আটক করে। পুলিশের হাতে আটককৃত মাদক ব্যবসায়ী রমজান আলী ওই গ্রামের জামাল মিয়ার ছেলে।
পড়ুন>> তিস্তা পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্পের বাস্তবায়ন অবিলম্বে করতে হবে -অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
থানা পুলিশ সূত্রে জানাযায়, পুলিশে নিজস্ব সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের দিকনির্দেশনা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে এস আই মোখলেছুর রহমান ও এএসআই আব্দুল জব্বার সহ সঙ্গীয় পুলিশের একটি টিম পুরান লাউড় (বালুচর) গ্রামের মাদক ব্যবসায়ী রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করে । এ সময় রমজান আলীর বসত ঘরের শোয়ার কাঠের নিচে থেকে ভারতীয় ৭৫০ এমএল ৬ পিস এসি ব্লু, ১২ পিস অফিসার চয়েজ ও ৪২ পিস এসি ব্লাকসহ ৬০ পিস মদের বোতল উদ্ধার করে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল কালাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, এস আই আবুল কালাম চৌধুরী আটককৃত মাদক ব্যবসায়ী রমজান আলী বিরুদ্ধে নিজে বাদি হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করে আজ রবিবার সকালে সুনামগঞ্জ কোর্ট হাজতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।