তাহিরপুর সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় ফুসকা জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে লাউড়েরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআইপি/সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ টহলের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে পুরান লাউড়গড় নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৪৩১০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়।
দেখুন>> তাহিরপুরে ফসলরক্ষা বাঁধে সুইচগেট নির্মান হলেও সুইচ নেই: দূর্ভোগ সমাধানে মানববন্ধন
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত আছে। কোনো অনিয়মকারীকেই ছাড় দেয়া হবে না।