দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন
শিক্ষক ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মোঃ আমিরুল ইসলাম।
গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামান দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের কোটি কোটি টাকা দুর্নীতির কারণে পালিয়ে গিয়ে এখনো আত্মগোপন আছেন।
এমতাবস্থায় নবনির্বাচিত ম্যানজিং কমিটিবৃন্দের সর্বসম্মতিক্রমে ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলহাজ্জ মোঃ আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে কলেজের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।