নাগেশ্বরীতে অলৌকিক ভাবে বিছানা থেকে ৭ মাসের শিশু নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অলৌকিক ভাবে ৭ মাস বয়সের শিশু বাচ্চা নিখোঁজ। নেওয়াশী ইউনিয়নের সুখাতী চাকের কুটির ব্যাপারীটারী গ্রামে এ ঘটনা ঘটে। ৩০ ডিসেম্বর দুপুরে আমিনুল ইসলাম ও জান্নাতুল বেগমের মেয়ে আদিফা খাতুন।
৭ মাস বয়সের শিশু আদিফা খাতুনকে তার মা শয়নকক্ষের খাটের উপর ঘুমিয়ে রেখে বড় মেয়ে আসফিয়া খাতুন কে গোসল করাতে যায়।
এমন সময় শুইয়ে রাখা আদিফার চিৎকারে দৌড়ে এসে দেখে মশারী টাঙানো আছে কিন্তু আদিফা খাতুন নেই। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে পাওয়নি তাকে। নিখোঁজ আদিফাকে খুজছেন তারা।
এছাড়াও মাঝে মাঝে আসবাবপত্র, ট্রাংকে, কাপড়ে ও ঘরের বেরাতেও আগুন লাগানোর ঘটনাও ঘটে বলে জানান আদিফার বাবা। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন নিখোঁজ আদিফার পরিবার।
এ সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান তার ফোর্স সহ ঘটনাস্থলে যায় এবং তদন্ত চলছে বলে জানান তিনি।