নাগেশ্বরীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন চত্তরে ২দিন ব্যাপি এই মেলার আয়োজন করা হয়েছে।
১৩জানুয়ারি সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম,উপজেলা বিএনপি সভাপতি নুর নবী দুলাল,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
দেখুন>> কাউনিয়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার জুনিয়র ও সিনিয়র স্তরের শিক্ষার্থীরা আধুনিক বিজ্ঞান সম্মত প্রজেক্ট নিয়ে উপস্থাপনা করেন।