নাগেশ্বরীতে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞ উদযাপন অনুষ্ঠিত
নাগেশ্বরীতে দিন ৪ ব্যাপী মহানাম যজ্ঞ উদযাপন অনুষ্ঠিত।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৬ ডিসেম্বর উপজেলা মহানাম যজ্ঞ উদযাপন পরিষদের উদ্যেগে উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে।
নাগেশ্বরী মহানাম যঞ্জ উদযাপন কমিটি এই অনুষ্ঠানটির আয়োজন করেন। নাগেশ্বরী শিশু বিতানের সহকারী শিক্ষক দিলিপ কুমার রায়ের পরিচালনায় সপ্তম বারের মত এই অনুষ্ঠাটি পালিত হচ্ছে। নেওয়াশী ইউনিয়নের সুখাতী গ্রামে ৪ দিন ব্যাপি এ অনুষ্ঠানটি পালিত হয়।
পড়ুন>> বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির হাতে দুই বাংলাদেশি যুবক আটক
পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদযাপন কমিটির অর্থ সচিব হর চন্দ্র ফন্টু জানান, উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আমাদের এ অনুষ্ঠান হচ্ছে। কমিটির সাধারণ সম্পাদক বসন্ত কুমার রায় বলেন এই অনুষ্ঠানটি লটারীর মাধ্যমে আমরা এবছর নেওয়াশীতে পেয়েছি এতে আমরা অনেক আনন্দিত।
সকল ভক্তবৃন্দ প্রভুর নিকট দেশে শান্তি শৃঙ্খলার জন্য প্রার্থনা করতে পারছি।