নাগেশ্বরীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিনব্যাপী অনুষ্ঠিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহন করে ৩ টি স্কুল এন্ড কলেজ, ৪ টি মহাবিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১১ টি মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান।
১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মেলা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, সাংবাদিক মোসলেম উদ্দিন,রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম শফি,উমর ফারুক সহ আরও অনেকে।
খুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের হাতে তৈরি প্রজেক্ট একনজর দেখতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে ভির করে। এতে করে উপজেলা চত্বরে একটি মন মুগ্ধকর পরিবেশ তৈরি হয়।
প্রজেক্ট তৈরি ও উপস্থাপনায় সিনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন ভিতরবন্দ ডিগ্রি কলেজ ও জুনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি।