ফেলানীসহ সীমান্ত হত্যার প্রতিবাদে সারজিস আলমের লংমার্চ
ফেলানীসহ সীমান্ত হত্যার প্রতিবাদে সারজিস আলমের লংমার্চ।
ভারতীয় আগ্রাসন, ফেলানী হত্যা সহ সীমান্তে হত্যা কান্ডের আশু বিচার এবং ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবিতে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার নাগেশ্বরী বাস স্টান্ডে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
পথ সভায় বক্তব্য রাখেন জুলাই বিপ্লব এর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, জুলাই বিপ্লব এর কেন্দ্রীয় নেতা মোজাহিদ ইসলাম, আরিফিন, জাতীয় নাগরিক কমিটির নাগেশ্বরী সমন্বয়ক শরিফুল ইসলাম,জোবাইদ আলম সিদ্দিকী মেহেদী হাসান মীম আব্দুল্লাহ আল-হোসাইন পথ সভা শেষে রামখানা দিঘির পাড় মাঠে সমাবেশ করেছেন।
পড়ুন>> নাগেশ্বরী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সারজিস আলম বলেন, ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাবেদারী করার জন্য নয়। এদেশে আবারও কোন স্বৈরাচার এর জন্ম হতে পারে,সেটা অন্য কোন নামে বা অন্য কোন রুপে, এদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, যে সমস্ত লোক নেতা নির্বাচিত হওয়ার পরে মাটিতে পা রাখেনা তাদের থেকে সাবধান থাকতে হবে। ফেলানীর বাবা নুরুল হক নুর বলেন, আওয়ামীলীগ সরকার এর আমলে আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি।
যেহেতু ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে তাই আশা করছি আমার মেয়ের বিচার পাবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
সমাবেশর শুরুতে ফেলানীর করব জিয়ারত ও দোয়া করেন নেতৃবৃন্দ।