বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির হাতে দুই বাংলাদেশি যুবক আটক
বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির হাতে দুই বাংলাদেশি যুবক আটক।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবক কে আটক করেছে বিজিবি।
বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমারেখা ১২১০/৪-এস এর সন্নিকটে জিগাতলা এলাকা থেকে তাদের আটক করে চিনাকান্দি বিওপি টহলদল।
দেখুন>> সুনামগঞ্জে কোটি টাকার মাদকসহ বিভিন্ন ভারতীয় পন্য আটক
আটককৃত রাসেল মিয়া (২৪) বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে। তার সঙ্গী মোবারক হোসেন (২৫) একই উপজেলার রাজাপাড়া গ্রামের সূলতান মিয়ার ছেলে।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা একলাখ এক হাজার ১শ ৮৭ টাকা জব্দ করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়।