বিশ্ব মঞ্চে নতুন বাংলাদেশকে উপস্থাপন করলেন ড. মুহাম্মদ ইউনুস।
জো বাইডেনের সাথে এরই মাঝে সেরে ফেলেন বৈঠক। ঠিক এই পয়েন্টে কেনো বাংলাদেশ আলাদা? কেনোইবা গোটা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে?
শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারত দ্বিপাক্ষিক বৈঠক ছিলো তার। এখন পাখির চোখ সেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
তার উত্তর কি এই বৈঠকে আদৌ ছিলো অন্তবর্তী সরকারের পররাস্ট্র উপদেস্টা তৌহিদুল হাসান একটা সময় বলে ছিলেন, ভারত সবসময় ভারত বাংলাদেশের জনগনের তুলনায় বেশি দলকে প্রাধান্য দিত।
সেই ধারণা কি আদ্য ঠিক? কি বল্লেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী?