ভারতের লিখে দেওয়া ৭২ এর সংবিধান বাংলাদেশে চলবে না বললেন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন
কাউনিয়া(রংপুর)আব্দুল কুদ্দুছ বসুনিয়া :
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)সদস্য সচিব আখতার হোসেন বলেছেন
ভারতের লিখে দেওয়া ৭২ এর সংবিধান বাংলাদেশ চলবেনা। বাংলাদেশের জন্য নতুন একটি সংবিধান লাগবে। বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা নিশ্চিত ভাবে বলা নাই। মানুষের অর্থের অধিকার, খাদ্যের অধিকার, চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার, সংবিধানে স্পষ্ট করে বলা নাই, এই সংবিধানে এমন সবকিছু করা হয়েছে তাতে করে শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের ভালো করা যাবে না।
এ জন্য আমরা নাগরিক পার্টির মানুষেরা এ সংবিধানের পরিবর্তন চাই। তিনি আরো বলেন কোন ব্যক্তি জীবনে যেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। তাই নতুন সংবিধানের জন্য আলাদা একটি নির্বাচন দরকার হবে ওই নির্বাচনটা সংসদ নির্বাচনের মত এ নির্বাচন গণপরিষদ নির্বাচন। সরকারের কাছে দাবী জানাই সবার আগে গণ পরিষদ নির্বাচন ও নতুন সংবিধান তারপর একই সাথে সংসদ সদস্য হিসেবে একই সাথে কাজ করবে।
তিনি বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউলিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এলাকার সর্বস্তরের মানুষের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সংগঠক(উত্তরাঞ্চল)মোঃ আসাদুল্লাহ গালিব,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি কাউনিয়া উপজেলা সংগঠক মোসলেম উদ্দিন,ব্যাংকার ওয়াদুদ আলী প্রমূখ।
দেখুন>> যাদুকাটা নদীর তীরে হিন্দু ধর্মালম্বীদের গঙ্গাস্নান শুরু
আখতার হোসেন আরো বলেন স্বাধীনতার ৫৪ বছরেও মানুষ ভালভাবে বিচার পায়না, হাইকোর্টের বিচারের জন্য ঢাকায় যেতে হয় আমরা রংপুরে মানুষ রংপুরেই বসে যেন হাইকোর্টের বিচার পাই সেই দাবী জানাই। রংপুর সহ সব বিভাগে হাইকোর্টের ব্যবস্থা করতে হবে।
তিস্তা নদীর পানি যেন তিস্তা নদী দিয়েই সাগরে চলে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এছাড়াও ঢাকা থেকে ট্রেনে করে রংপুর আসতে পাবনা ইশ্বরদী নাটোর হয়ে ঘুরে আসতে রংপুরের মানুষ কে ভোগান্তিতে পড়তে হয় এজন্য সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত টানা রেললাইনের সংযোগ স্থাপন করতে , পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবীও জানান তিনি।
তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আধুনিক সমৃদ্ধ উন্নয়নে জীবনমানের পরিবর্তন করতে চায় এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে আখতার হোসেন দুপুরে রংপুরের সাতমাথা হতে ভ্যানে চরে শতাধিক ভ্যানের বহর সাথে নিয়ে পীরগাছা উপজেলার দেউতি, সৈয়দপুর,কদমতলা, পীরগাছা বাজার,নেকমামুদ,তাম্বূলপুর,পাওটানা হাট,ভায়ারহাট হয়ে নিজ এলাকা কাউনিয়ার টেপামধুপুর আউলিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদেন।