শান্তিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও ভাংচুর!
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন বিএনপি নেতার বসতবাড়িতে আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলিগ কর্মিদের হামলা ও ভাংচুরের ঘটনায় পিতা-পুত্র আহত। এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করে আদালতে প্রেরণ করেন।
রোববার (৯ ফেব্রুয়ারী) রাত ৭ টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাসারচর লামার হাঠি গ্রামে বিএনপি নেতার বসতবাড়িতে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফয়জুল ইসলাম (৪৫) তার ছেলে মোজাম্মেল হক (২০)কে মাথায় ও শরীরে রক্তাক্ত ও জখমপ্রাপ্ত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কতর্ব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মোজাম্মেল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পড়ুন>> চলতি সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা পরিকল্পনা প্রস্তত চুড়ান্ত করা হবে -সৈয়দা রিজওয়ানা হাসান
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বুরহান উদ্দিনের অদৃশ্য ইশারায় ইউনিয়ন যুবলীগ কর্মী আয়াজুল ইসলাম, চমক আলী, ছাত্রলীগ কর্মী রেজাউল করিম গংরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে বসতবাড়ি ভাংচুর করে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
বিএনপি নেতা ফয়জুল ইসলাম জানান, বিগত ১৭ বছর ফ্যাসিবাদি আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ক্যাডারদের অত্যাচারে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছি। কিন্তু আজও তাদের দাপটে বসতবাড়ীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করা দায়। ঘটনার রাতে হামলাকারীরা আমার বসতবাড়ীতে হামলা চালিয়ে লুটপাট, গাছ পালা কেটে ও ভাংচুর করে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ফ্যাসিবাদি ক্যাডারদের ভয়ে আমি সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আয়াজুল ইসলামের মোবাইল ফোনে বার বার কল করে কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আকরাম উদ্দিন জানান, এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।