সত্য প্রকাশে অবিচল যুগান্তর কাউনিয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন
কাউনিয়ায় কেক কেটে পাঠক প্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের ২৫ পূর্তি ২৬ বছরে পদার্পন ও রজতজয়ন্তী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী)বিকেলে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা যুগান্তরের কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম,উপজেলা যুব উন্নয়ন অফিসার সামচ্ছুজামান আজাদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার।
দেখুন>>ঢাকায় পুলিশ কর্তৃক বেসরকারি শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ রওশন আরা বেগম রত্না,
উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার দিল আফরোজ, এস আই মোকছেদ আলী,স্বজন সমাবেশের উপদেষ্টা জসীম সরকার, স্বজন সমাবেশের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক
সাংবাদিক জহির রায়হান, ধর্মীয় সম্পাদক মোঃ মিজানুর রহমান,ঠিকাদার আলামিন প্রমূখ।
বক্তরা বলেন যুগান্তর সত্য প্রকাশে অবিচল, অন্যায়ের কাছে মাথা নত করে না, পাঠকের অন্তর জুড়ে জায়গা দখল করে নিয়েছেে যুগান্তর। যুগান্তর আরো দূর্বার গতিতে এগিয়ে যাবে বহুদূরের পথ এ আশা পাঠক মহলের।
অনুষ্ঠানের শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং একই সঙ্গে যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুফের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।