নাগেশ্বরীতে সাদপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নাগেশ্বরীতে সাদপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাদপন্থীদের মসজিদকেন্দ্রিক সকল কার্যক্রম বন্ধের দাবি ও টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের উপর সাত গ্রুপের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৬ ডিসেম্বর সকালে উপজেলার উলামায়ে কেরাম সুয়ারি সাথী ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে ডি এম একাডেমী ফুটবল মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের নিকট স্বারকলিপি প্রদান করেন তারা।এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম স্মারক লিপি প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, কলেজ মোড় মসজিদ খতিব আব্দুল মান্নান কাসেমী, বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান, মনিরচর মাদ্রাসার আহলে সূরা মুফতি নজরুল ইসলাম, সাতানি পাড়া মসজিদের খতিব মুফতী হাবিবুল্লাহ, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আক্তার হোসাইন, হামি উস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।